যাত্রা শুরু চলনবিলের পথে। চারপাশে শুধু পানি আর পানি। আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম পুরো ভ্রমণ টার জন্য। এক ধ্যানে শুধু বাহিরেই তাকিয়ে আছি।
পৌঁছোনোর পর সেদিন বিকেলেই বের হয়ে পড়লাম নৌকা নিয়ে। সেখানকার মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যানবাহন ই নৌকা।
নিজেকে অনেক সুখী মনে হচ্ছিলো সেদিন। মনের মাঝে কেমন জানি শান্তি অনুভব করছিলাম।
সন্ধ্যে হয়ে আসছিলো। সূর্য টা ধীরে ধীরে পানির বুকে মিশে যেতে থাকে। প্রকৃতি ঠিক এতোটা ই সুন্দর।
পরেরদিন সকালে আমি ব্যস্ত হয়ে গেলাম নৌকা চালানো শিখবো। কিন্তু কাজ টা অত সহজ নয় যতটা দেখে মনে হয়। মাঝি দের এই নৌকা টেনে নিয়ে যাওয়ার মর্ম বুঝতে পারলাম সেদিন।
দুপুরবেলা নেমে পড়লাম বিলে। নিজেকে সতেজ করে নেই পানির স্পর্শ নিয়ে।
এটা চলনবিল পয়েন্ট। সিংড়া থানা থেকে কিছুটা ভিতরের দিকে যেতেই এই পয়েন্ট চোখে পড়ে। অনেক নৌকা সারি করে আছে ভ্রমণপিপাসু দের জন্য।