আমাদের চন্দ্রনাথ পাহাড়ে উঠার গল্প!

হঠাৎ করে বন্ধুবান্ধব কয়েক জন মিলে ঠিক করলাম ঘুরতে যাবো অনেক কথার পরে ঠিক করলাম সীতাকুন্ড যাবো। ঢাকা থেকে রাত ১১, ১২ টা এর বাসে রওয়ানা করলাম, একেবারে  সকাল সকাল এসে পৌঁছলাম  নেমেই সিএনজি করে চন্দ্রনাথ পাহাড় এর উদ্দেশে  রওয়ানা করলাম পাহাড়ে উঠতে নিচেই বাঁশের লাঠি  পাওয়া যায়।

Photo Credit:

উঠার সময় Photo Credit: Md Rashed Adnan

  এবং ব্যাগ রাখার ও ব্যবস্থা আছে

যত বেশি কম ওজন নিয়ে উঠবেন তত পাহাড়ে উঠতে সুবিধা হয়, আর সাথে পানি নিয়ে নিলাম। আমরা যখন উঠতে শুরু করলাম তখন একদল নামছে এবং শুনতে পেলাম তদের ডাকাতে ধরছে এবং টাকা পয়সা যা ছিল রেখে দিছে । এই জন্য সবাই বলে একটু ভোরের

আলো ফুটলে উঠতে, আবার বেশি বেলা হয়ে গেলেও উঠতে কষ্ট হয় । যাই হোক আমরা সবাই আমাদের দল বেঁধে উঠা শুরু

করলাম।  আমার বন্ধুরা কয়েকজন বেশ হাঁপিয়ে গেলো কিছুটা উঠার পরই ।

হাসলেও অবস্থা খারাপ Photo Credit: Jahid Imrannill

আমরা সিঁড়ি রেখে পাহাড়ি রাস্তা দিয়ে উঠা শুরু করলাম দুটো কারণে এক কষ্ট কম দুই  প্রকৃতি দেখা।  উঠার সময় চারপাশের

প্রকৃতি সুন্দর হলেও তখন সবার প্রকৃতি এর দিকে ওত খেয়াল ছিল সবাই উঠতে পারলেই বাঁচে আমি বেশ খানিকটা পথ দেখার পরও উঠার সময় বলছি এইত আর আল্প একটু, উঠতে যেহেতু আসছি উঠে যাই এভাবে বলতে বলতে আর পানি  পান করতে করতে,অনেকবার বিশ্রাম নিয়ে যখন পাহাড় এর চূড়ায় উঠলাম।  তখন,  এত কষ্ট করে উঠার  কষ্ট চলে গেলো, মনে অন্যরকম এক ধরণের অনুভূতি মনে হচ্ছে কিছু জয় করে ফেলেছি ।

হে হে উপড়ে উঠে গেছি Photo Credit: Md Rashed Adnan

আর পাহাড় এ উঠার পর যখন হাতের খুব কাছে মেঘ আর আর চারদিকে

পাহাড়ি মনোরম দৃশ্য কার না মন ভালো হয়? ওখানে বেশ কয়েকটা মন্দির আছে তার মধ্যে পাহাড়ের চূড়ায় একটা আমরা বেশ

কয়েকটা ছবি তুললাম মন্দির এর সামনে

মন্দির এর সামনে Photo Credit: Md Rashed Adnan

কিছুক্ষণ আড্ড দিলাম হালকা খাওয়া দাওয়া করলাম।

প্রকৃতি কি সুন্দর Photo Credit: Md Rashed Adnan

প্রকৃতি কি সুন্দর ২ Photo Credit: Md Rashed Adnan

প্রকৃতি কি সুন্দর ৩ Photo Credit: Md Rashed Adnan

এবার নামার ফালা নামার সময়

আমরা কয়েকজন জানার পরও প্রশ্ন করলাম কিভাবে নামলে সহজ হবে সবাই বললো সিঁড়ি দিয়ে। আমরাও সিঁড়ি দিয়ে নামা শুরু

করলাম এতে আমাদের আরেকটা সুবিধা হলো পাহাড় এর এই দিকটা ও দেখার সুযোগ পাহাড় এর এই দিকের সৌন্দর্য উপভোগ

করতে করতে নালাম এবং এর মধ্যে পাহাড়ি লেবুও খেলাম স্বাদ অসাধারণ কাঁচা ই খাওয়া যায়।

লেবু আহা কি স্বাদ Photo Credit: Md Rashed Adnan

ছোট খাটো গুহা Photo Credit: Md Rashed Adnan

গল্প করতে করতে আস্তে আস্তে নেমে গেলাম

নেমে ডাব খাচ্ছি আহা কি শান্তি Photo Credit: Jahid Imrannill

উঠতেও যেমন সময় লাগে নামতেও তেমন সময় লাগে। যাদের প্রকৃতি ভালো লাগে এবং পাহাড়ে চড়তে ভালো লাগে তারা উঠতে পারেন চন্দ্রনাথ পাহাড় আবার বলে দেই উঠতে কষ্ট হবে তবে উঠার পর অনেক অনেক ভালো লাগবে। আরো অনেক সুন্দর যায়গা আছে

সীতাকুন্ডে আরেকদিন তার গল্প বলবো।

Submitted By (Facebook ID): Ibrahim Patwary