বিশ জনের একটি দলের রোমাঞ্চকর রহস্যময় ঝুঁকিপূর্ণ ভ্রমণ অভিঙ্গতা।
হামহাম সিতাপ এমন একটি অভিযান যেখানে, আপনারে একটু ভুল হলেই হতে পারেন বিপদের সম্মুখীন। একটু অসুস্থ হয়ে পড়লেই বিপদ আপনাকে ঘিরে ধরবে।
গহীন জঙ্গল মানুষ থেকে যেখান লতাপাতা অনেক বড়ো, যেখানে পানির মধে দিয়ে মেপে মেপে যাত্রা করতে হবে বন্ধুত্ব হবে সাপ জোঁক কিংবা হিংস্র আক্রমনাত্মক নয় এমন প্রাণী কিংবা লুকিয়ে থাকতে পারে অনেক হিংস্র আক্রমনাত্মক নয় এমন প্রাণী। থাকবে বিজয় এর গল্প।
কলাবন পাড়া থেকে ট্রেকিং শুরু যেখান থেকে আরো ভিতরে ৫ কি.মি. যেতে সময় লাগবে ৫,৬ ঘণ্টা যেখানে থাকবে জোঁকের উপদ্রব। বাঁশ নিতে হবে কাঁদা, পিচ্ছিল, প্যাক কাঁদা থেকে বাঁচার জন্য।
ঝিরি পথ নাকি পাহাড়ী পথ?
ঝিরি পথে অনেক কষ্ট হবে কিন্তু অনন্দদায়ক, জোঁকের উপদ্রব বেশি, বৃষ্টি হলে আরো বেশি উপদ্রব হবে।
পাহাড়ী পথ অনন্দদায়ক কিন্তু একটু কম কষ্ট হবে।
এতটা কষ্ট হওয়ার পরও ঝর্ণা দেখে সব মুছে যাবে , ঝর্ণা পানিতে গোসল করার পর কিভাবে সব ক্লান্তি দূর হয়ে যায়। যা ভিডিওতে বলে বা দেখে বা বুঝিয়ে প্রকাশ করা বা কখোনো সম্ভব নয়। যখন কেউ অসুস্থ হয়ে যায় তার সাথে থাকুন। মনের শক্তি বড়ো শক্তি। পচনশীল নয় এমন দ্রব ফেলে আসবেন না।
যে জিনিসগুলো জানতে পারবেন ও দেখতে পারবেন সিতাপ ও হামহামহ এর ভিডিও থেকে?
সাথে আরো যে যায়গাগুলো ঘুরে দেখতে পারেন?
কোথায় কোথায় ছবি তুলতে পারেন?
যাত্রাপথের চাঁদের গাড়ি অসাধারণ আনন্দ!
কোথায় খাবেন?
কোথায় খাবার অর্ডার করবেন?
যাতায়াত (চাঁদের গাড়ি নিয়ে বিস্তারিত)?
সাথে কি কি রাখবেন?
কোথায় ব্যাগ রাখবেন?
কিভাবে টিম করে আগাবেন?
কেউ আসুস্থ হলে মনোবল কত গুরুত্বপূর্ণ, সাঁতার জানার গুরুত্ব।
পলিথিন সংগ্রহ এর জন্য Tourism In Bangladesh পক্ষ থেকে আরিফ সাহেবকে অসংখ্য ধন্যবাদ।