চান্দের গাড়ি থেকে পাহাড়ের সৌন্দর্য দেখার আনন্দ না গেলে বুঝা সম্বভ না!
মাত্র আসছি, তাই একটু ভিষন্ন। রিসোর্টের দোতালা থেকে মেঘের সৌন্দর্য উপভোগ!
এত খুশি কেনো আমি? পরের ছবি দেখুন বুঝবেন!
এখান থেকে, সাজেকের অনেকগুলো রিসোর্ট দেখা যায়, মেঘ আর পাহাড় ও দেখা যায় আর কি লাগে?
বিকালে, খুব সম্ভবত কংলাক পাহাড়ের ওখানে!
সন্ধ্যায়, হ্যালিপ্যাড এ চারদিকে মেঘ আর পাহাড়!